• Breaking News

    House Of Al Towfiqi Promote By, ☮️ #Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার || عائلة التوفيقي || eayilat altawfiqi Welfare Elm Leaders Friend Towfiqi Investigation Organization Network. {WELFTION} 🔍 Welftion / وعلفسن / ওয়েলফশন

    অনুসরণকারী

    মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

    ভালোবাসার অনুভূতি

    সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক...

    ভালোবাসার অনুভূতি 

    ভালোবাসি বললেই তো আর ভালোবাসা হয় না,
    ভালোবাসা হচ্ছে আবেগ অনুভূতি উপলব্ধির সমন্নয়। 
    মুখে ভালোবাসি বলাটা হয়তো-বা  ভালো লাগা,
    কিন্তু মন থেকে কাউকে অনুভব করাটা ভালোবাসা। 

    একপা দু'পা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এসে,
    দিনশেষে উদাসীন মনটা আনমনে কাউকে ভাবলে
    তাকে কি ভালোবাসা বলে, তা অবুঝ মনটা জানে না?
    তবে এতটুকু জানি অনুভবেও ভালোবাসা থাকে।

    কেউ হয়তো নিঃশব্দে কাঁদে গভীর রাতে অন্ধকারে, 
    কেউবা মুচকি হাসে ক্লান্তিহীন উদাসীন দুপুরে। 
    আগন্তুক এসে বললো কেন আছ চুপ করে?
    হৃদয়ের অব্যক্ত কথা ছড়িয়ে দেও উন্মুক্ত প্রাঙ্গণে। 

    তবুও ভয়কে জয় করো হৃদযন্ত্রে ধ্বনি তুলে পথ চলো,
    সত্য প্রকাশ পাবে ভালোবাসা তোমার প্রকাশিত হবে।
    হাওয়ার মাঝেও তোমার অপ্রকাশিত কাব্য কথা উঠবে, 
    মনের মানুষ দেখবে দূর থেকে তোমাকেই অনুভব করবে।

    লেখা : মোঃ রায়হান কাজী 



    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Fashion

    Beauty

    Travel