আপনি আমার
শুধরে দেওয়া ভুল,
আপনি আমার রাত্রি শেষে
শিশির ছোঁয়া শুভ্রতম ফুল।
আপনি আমার
শীত সকালের রোদ,
আপনি আমার পাগলামিতে
মানুষ থাকার সুস্থ বিবেকবোধ।
আপনি আমার
জলের ভেতর ঢেউ,
আপনি আমার ভীষণ আপন
একটা নিজের কেউ।
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ
নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন editorial.tdse@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন