• Breaking News

    House Of Al Towfiqi Promote By, ☮️ #Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার || عائلة التوفيقي || eayilat altawfiqi Welfare Elm Leaders Friend Towfiqi Investigation Organization Network. {WELFTION} 🔍 Welftion / وعلفسن / ওয়েলফশন

    অনুসরণকারী

    মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

    ফিলিস্তিন ও ইসরাইলশত শত বছর ধরে যুদ্ধ করে শত্রুতা গড়ে তুলে

    সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক

    সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক... 



    ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ

    যেখানেই পৃথিবী যুগ যুগ ধরে শান্তি ও সম্প্রীতির মাধ্যমে বন্ধুত্ব গড়ে তুলছে সেখানেই ফিলিস্তিন ও ইসরাইলশত শত বছর ধরে যুদ্ধ করে শত্রুতা গড়ে তুলে। ফিলিস্তিন বিশ্বের একটি মুসলিম দেশ ।
    সে মুসলিম রাষ্ট্রে শত শত বছর ধরে ইসরায়েলের সেনেরা ফিলিস্তিনের মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করছে। ফিলিস্তিনদের পক্ষ নিয়ে বিশ্বের কয়েকটি দেশ তার প্রতিবাদ করেছে। তার পর ও ইসরায়েলের সেনারা হামলা করে হাজার হাজার ফিলিস্তিনের প্রতিদিন শিশু যুবক বৃদ্ধ থেকে শুরু করে সবাইকে হত্যা করছে ইসরায়েলি সেনারা।ইসরায়েল সেনারা এমন বড় বড় ঘটনা করতেছে যা গোটা বিশ্বের মুসলিমরা কোন কল্পনাও করেনি।
    ফিলিস্তিনের হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ থেকে শুরু করে প্রতিটি জায়গায় তারা আক্রমণ করে ফিলিস্তিনি হত্যা করছে। বিশ্বের বিভিন্ন সংস্থা এবং জাতিসংঘ মানবাধিকার সংস্থা বিভিন্নভাবে এর প্রতিবাদ করলো ও ইসরায়েলের শূন্যতা তাদের অমানসিক নির্যাতন বন্ধ করেনি।ফিলিস্তিনদের উপর ইসরাইলি সৈন্যদের এই নির্যাতন জাহিলিয়াতের যুগের মানিয়েছে। বিশ্বের অন্যতম মুসলিম বাংলাদেশর জনগণ ও বিভিন্নভাবে এর প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে প্রতিবাদ শুরু বিভিন্ন জেলায়, উপজেলায়, ইউনিনে প্রতিবাদ মিছিল বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের মুসলমানেরা।প্রতিটি মসজিদের ইমাম শুরু করে আলেম সমাজের প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের আলেমেরা এর প্রতিবাদ হিসেবে জাতীয় ওলামা-মা মাসিক সম্মেলন করে ইসরায়েলের প্রতিটি দ্রব্য পণ্য ব্যবহার না করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে।
    বিশ্বের প্রতি মুসলিম দেশ যদি এক হয়ে ইসরায়েল সকল দ্রব্যপূর্ণ, সকাল চুক্তি এবং তাদের সাথে সকল সম্পর্ক বন্ধ করে দেয় তাহলে ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্মম নির্যাতন বন্ধ করতে বাধ্য হবে। বিশ্বের প্রতিটি মুসলিম রাষ্ট্র ভাই ভাই হয়ে মুসলিম নির্যাতন অন্ধের জন্য প্রতিবাদ করে তাহলে এই নির্মম নির্যাতন বন্ধ হবে।
    বিশ্বের প্রতিটি মুসলিম রাষ্ট্রের প্রতি আহ্বান থাকবে ফিলিস্তিনের উপর এই নির্মম নির্যাতনের প্রতিবাদ হিসেবে তাদের প্রতিটি পণ্য এবং শান্তি চুক্তি অবিলম্বে বন্ধ করে দিন। বিশ্ব মুসলমানের অপমানে যদি না কাঁদে তোমার মন।
    বিশ্ব মুসলমানের অপমান যদি না কাল তোমার মন তুমি মুসলিম ও মুনাফিকি তুমি মুসলমানের দুশমন। মুসলিমের মুসলিমের উপর নির্যাতনে মুসলিমদের হৃদয় কাঁপে এইটি চিরসত্য। বিশ্বের প্রতিটি মুসলিম রাষ্ট্র এই স্লোগানে একত্রিত হব যে ফিলিস্তিনদের উপর দিন যতদিন ইসরায়েলের শৈন্যদের নির্যাতন বন্ধ না করা হবে কতদিন পর্যন্ত ইসরায়েলের প্রতিদিন দ্রব্য পণ্য, চুক্তি এবং সকাল রাষ্ট্রীয় সম্পর্ক বন্ধ থাকবে। প্রতিটি মুসলিম রাষ্ট্রের প্রতি এ আহ্বান থাকবে।
    মো রনি চৌধুরী
    শিক্ষার্থী: প্রিমিয়ার ইউনিভার্সিটি
    গণিত বিভাগ

    দৈনিক অনুসন্ধান
    দৈনিক অনুসন্ধান

     নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন-

    ➤ editorial.tdse@gmail.com

     লেখার সাথে আপনার নাম ঠিকানা, যোগাযোগ নাম্বার যুক্ত করে দিয়েন - সম্ভব হলে নিজের ছবি + লেখার সাথে মানানসই ছবি। ইংরেজি লেখা পাঠাতে ও এই ই-মেইল টি ব্যাবহার করতে পারেন। 
    The Daily Search
    The Daily Search

    ✉️ই-মেইল: editorial.tdse@gmail.com 

    - ধন্যবাদ

    সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক... দৈনিক অনুসন্ধান দৈনিক অনুসন্ধান নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন- ➤ editorial.tdse@gmail.com লেখার সাথে আপনার নাম ঠিকানা, যোগাযোগ নাম্বার যুক্ত করে দিয়েন - সম্ভব হলে নিজের ছবি + লেখার সাথে মানানসই ছবি। ইংরেজি লেখা পাঠাতে ও এই ই-মেইল টি ব্যাবহার করতে পারেন। The Daily Search The Daily Search ✉️ই-মেইল: editorial.tdse@gmail.com - ধন্যবাদ দৈনিক অনুসন্ধান

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Fashion

    Beauty

    Travel