• Breaking News

    House Of Al Towfiqi Promote By, ☮️ #Al_Towfiqi_Family / #আল_তৌফিকী_পরিবার || عائلة التوفيقي || eayilat altawfiqi Welfare Elm Leaders Friend Towfiqi Investigation Organization Network. {WELFTION} 🔍 Welftion / وعلفسن / ওয়েলফশন

    অনুসরণকারী

    শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

    শিক্ষার্থীদের অনলাইন গেইমে আসক্তি ক্রমশ বেড়েই চলছে।

    শিক্ষার্থীদের অনলাইন গেইমে আসক্তি




    আমাদের দেশে রয়েছে বিশালসংখ্যক তরুণ।যাদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা ৩ কোটিরও বেশি । এসব শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন গেইমে আসক্তি ক্রমশ বেড়েই চলছে। পাবজি, ফ্রি ফায়ার সহ আরো কিছু গেইমে তারা আসক্ত হয়ে পড়ছে। বর্তমানে নতুন কারিকুলামে গ্রুপ ভিত্তিক কাজ থাকায় গ্রুপ লিডাদের উপর বেশি চাপ থাকছে। ফলে বাকি শিক্ষার্থীরা অলসতার কারণে মোবাইলে অনলাইন গেইম খেলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে বলা হয় ১৩-১৭ বছরের তরুণরা সপ্তাহে ৩০ ঘণ্টার ও বেশি সময় অনলাইন গেইম ও মোবাইলের অন্যান্য এপস গুলোতে সময় দিচ্ছে।


    শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের  মেধার বিকাশ না হওয়ার অন্যতম কারণ হলো অনলাইন গেইমে আসক্তি। 
    তাই অভিভাবকদের এখনই সচেতন হওয়া দরকার।প্রাথমিক ও মাধ্যমিকে অধ্যয়নরত নিজের সন্তানের দিকে খেয়াল রাখতে হবে। তাদের হাতে অযথা মোবাইল দেওয়া যাবে না। মোবাইল দিলেও তারা কি কি কাজ করছে সেদিকে সতর্ক থাকতে হবে। 



    শিক্ষার্থী,

    নাম: মো.রিমেল

    বিভাগ: বাংলা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

    জিমেইল: mdremal1072@gmail.com






    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Fashion

    Beauty

    Travel